ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ

বাবর সাড়ে ১৬ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নয়া দিগন্ত অনলাইন
রাষ্ট্র উপদেষ্টার সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাক্ষাৎ
রাষ্ট্র উপদেষ্টার সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাক্ষাৎ |সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবর বলেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার উদ্যোগের অংশ হিসেবে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এ বৈঠক করেছে।

তিনি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, যার মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে এস আলম গ্রুপের প্রধানের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বৈঠক।’

তিনি বলেন, তারা লুটপাট ও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমি হ্যাঁ বা না দিয়ে এ প্রশ্নের উত্তর দেব না। তবে, সরকার এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে।’

বাবর আরো বলেন, তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরে আসবেন।

বাবর সাড়ে ১৬ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আদালত সকল অভিযোগ থেকে খালাস দেয়ার পর বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান।