দুপুরের মধ্যেই আ’লীগকে নিষিদ্ধ দেখতে চান ড. মাসুদ

এই দাবি শুধু একটি দল বা গোষ্ঠীর না। এই দাবি এখন সব দেশপ্রেমিকের।

নয়া দিগন্ত অনলাইন
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ |সংগৃহীত

আজ (শুক্রবার) দুপুরের মধ্যেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে এই আহ্বান জানান তিনি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে, তারাই আজ দাবি তুলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। সব দেশপ্রেমিক জনতার দাবি হলো গণহত্যাকারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধু একটি দল বা গোষ্ঠীর না। এই দাবি এখন সব দেশপ্রেমিকের।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ।

আজ সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি। এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।