বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে সুইডেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজের এক বার্তায় শোক জানিয়েছে দেশটি।
শোকবার্তায় বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিন মেয়াদের দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য চিহ্ন রেখে যান। আমরা তার মৃত্যুতে দুঃখের ভাগীদার।
এদিকে, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রী। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



