জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে রাতে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহনকারী বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
তিনি বলেন, ‘জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা’র সাথে অংশ গ্রহণ শেষে দলের মহাসচিব রাতে দেশে ফিরছেন।’ বাসস