জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
হাদি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শেষে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আখতার হোসেন বলেন, ‘শরীফ ওসমান হাদিকে গুলি করার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিচার নিশ্চিত না হওয়াটা অত্যন্ত দুঃখজনক।’
তিনি অঙ্গীকার করেন যে জাতীয় নাগরিক পার্টি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাবে।
সমাবেশে বক্তারা এ হত্যাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।
এ সময় জাতীয় নাগরিক পার্টির বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশে উপস্থিত ছিলেন। বাসস



