বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন।
রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার পরে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করেন। এর আগে রাত সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালটির উদ্দেশ্য রওনা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ চলতি বছরের ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত কয়েক বছর ধরে লিভারসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করিয়ে থাকেন।



