১৮ কোটি মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে : ড. মঈন খান

একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, যার মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল।

নূরে-আলম রনি, পলাশ (নরসিংদী)

Location :

Narsingdi
মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. মঈন খান
মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. মঈন খান |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল সেই অধিকার ফিরে পেতে ১৮ কোটি মানুষ নির্বাচনের দিনটির জন্য অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনটি হবে দেশে গণতন্ত্রণ উত্তোরণের দিন।’

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নরসিংদী-২ আসনে সহকারী রিটার্নিং কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন।

এ সময় মঈন খান বলেন, ‘একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল।’

তিনি বলেন, ‘বিএনপি একটি উদার রাজনৈতিক এবং গণতান্ত্রিক দল। বিএনপি সবসময় মানুষের অধিকারে বিশ্বাসি। জনগণের ইচ্ছায়, সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন একটি জবাবদীহি সরকার গঠন হবে তখন দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

মনোনয়নপত্র জমাদানে আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা। এর আগে সহকারী রিটার্নিং কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দেন ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ।