মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার একটু পরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি।
এদিকে এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে।
১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সাথে দেখা করে গুলশানের বাসায় পৌঁছেছেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বাদ জুমা বাবা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তার।



