শহীদ ওসমান হাদির লাশ নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমাদের শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফেরব, ইনশা আল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ শরিফ ওসমান হাদি
শহীদ শরিফ ওসমান হাদি |ইন্টারনেট

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর পর শহীদ শরিফ ওসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়ার হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে তাদের ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে এমনটা জানানো হয়।

এতে বলা হয়, ওসমান হাদির লাশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীরা এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করবে।

ইনকিলাব মঞ্চের আরেকটি পোস্টে বলা হয়, ছাত্র-জনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন। ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করব।

আমাদের শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফেরব, ইনশা আল্লাহ।