বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। বিলম্বের ফলে আমরা আজ অগণতান্ত্রিক শক্তির পুনরুজ্জীবিত হওয়ার আওয়াজ পাচ্ছি। তাদের কণ্ঠস্বর ক্রমশ বাড়ছে! অডিও-ভিডিওর মাধ্যমে হিংস্র বক্তব্য প্রচার হচ্ছে, লকডাউনের হুমকি দেয়া হচ্ছে; বিদেশ থেকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা দেয়া হচ্ছে- এসবের ছায়া দৃশ্যমান। টাকা-পয়সার অভাব নেই, বিভিন্ন ব্যাংক থেকে টাকা পাচার করেছে; সেই টাকা দিয়ে বিশৃঙ্খলা করা সহজ।
আজ বুধবার শিল্পকলা একাডেমীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জিয়াউর রহমান আর্কাইভ’ প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, লক্ষ্য করছি যে কিছু মিডিয়া কিছু ঘটনার প্রচার-প্রসার করে, নিষিদ্ধ ঘোষিত দল তথা তাদের হিংসাত্মক কর্মকাণ্ডকে ফলাও করে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনেক আন্দোলনশক্তি সমর্থন করলেও আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো সরকারের ভেতরেই দুয়েকটা ‘ভূত’ আছে; আমরা বার বার এই কথা বলেছি।
তিনি বলেন, যারা গণতন্ত্রের নামে কিংবা স্বাধীনতার নামে রাজনীতি করে স্বাধীনতার মূল স্পিরিটকে ক্ষুণ্ণ করেছে, তাদের বিরুদ্ধে জনগণ ও সৈনিকদের সম্মিলিত প্রতিক্রিয়া ছিল ৭ নভেম্বরের বিপ্লব। এই বিপ্লবের মহানায়কের ভূমিকায় ছিলেন জিয়াউর রহমান। যখনই আমরা সঙ্কটে পড়ি, ৭ নভেম্বরের চেতনা আমাদের উদ্বুদ্ধ করে। আমাদের জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান ছিল এসব অনুভূতিরই প্রকাশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কেউ কেউ বলছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে আইন প্রণয়ন ও সংসদীয় প্রস্তুতি প্রয়োজন; পরে পার্লামেন্ট রচিত হলে আইনগত প্রক্রিয়া সহজে বাস্তবায়িত হবে। কিন্তু পার্লামেন্ট নির্বাচন আগে না হলে আইনকরণ কিভাবে সম্পূর্ণ হবে, প্রশ্ন রেখেছেন রিজভী।



