খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যোগ হলেন জুবাইদাসহ আরো ৩ জন

খালেদা জিয়ার সাথে চিকিৎসকসহ মোট ১৭ জন সফরসঙ্গী থাকবেন।

অনলাইন প্রতিবেদক
খালেদা জিয়ার সাথে চিকিৎসকসহ মোট সফরসঙ্গী ১৭
খালেদা জিয়ার সাথে চিকিৎসকসহ মোট সফরসঙ্গী ১৭ |নয়া দিগন্ত

অসুস্থ বেগম খালেদা জিয়ার লন্ডনের সফরসঙ্গী হিসেবে তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবাইদা রহমানসহ তিনজন যোগ হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সাথে চিকিৎসকসহ মোট ১৭ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন–খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান, ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ডা: এ জেড এম জাহিদ হোসেন, ডা: ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা: শাহাবুদ্দীন তালুকদার, ডা: জিয়াউল হক, ডা: নুরুদ্দীন আহমদ, ডা: রিচার্ড জন বিলি, ডা: জিয়াউল হক, ডা: জাফর ইকবাল, ডা: মোহাম্মদ আল মামুন। আরো থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান।

এছাড়াও খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও সাথে থাকবেন।