রাতে খালেদা জিয়ার অবস্থা জানিয়েছেন মঈন খান

ড. মঈন খান রাতে এভারকেয়ার হাসপাতালে মেডিক্যাল বোর্ডের মতামত জানিয়ে বলেন, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

অনলাইন প্রতিবেদক
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া |ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সাথে বৈঠক শেষে হাসপাতাল থেকে বের হয়ে রাতে তার সর্বশেষ অবস্থা তুলে ধরলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

মঈন খান বলেন, ‘আপনারা তো জানেন, আজ মেডিক্যাল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সেই অনুযায়ী নেয়া হচ্ছে।’

হাসপাতাল প্রাঙ্গণে এ সময় বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি সমর্থকরাও হাসপাতালের বাইরে ভিড় করছেন।