ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ সিদ্দিকের কারাদণ্ডের খবর

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের অধিকাংশ গণমাধ্যম।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক |সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ঢাকার আদালত।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমে নিয়মিত আলোচনার জন্ম দিয়েছেন টিউলিপ সিদ্দিক। গত জানুয়ারিতে সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন তিনি। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে সোমবার (১ ডিসেম্বর)। এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের অধিকাংশ গণমাধ্যম।

দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, আসামিদের অনুপস্থিতিতেই এই মামলার বিচারকাজ ও রায় ঘোষণা করা হয়েছে। সোমবার রায় পড়ার সময় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক কিংবা অভিযুক্ত তাদের পরিবারের অন্য কোনো সদস্য আদালতে উপস্থিত ছিলেন না।

এতে আরো বলা হয়, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের কোনো বন্দী ফিরিয়ে দেয়ার চুক্তি নেই। ফলে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করার সম্ভাবনা নেই বললেই চলে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির দায়ে কারাদণ্ড হলেও টিউলিপ সিদ্দিকের এই সাজা খাটার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে এখনো বেশ কিছু অভিযোগ ও মামলা চলমান রয়েছে।

টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তিনি এই বিচার প্রক্রিয়াকে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে এমপি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড’ শিরোনামে খবর প্রকাশ করেছে। বিবিসি জানিয়েছে, বিচার শুরু হওয়ার সময় এই এমপি দাবি করেছিলেন, রাষ্ট্রপক্ষ ‘মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ ছড়িয়েছে, যা গণমাধ্যমকে জানানো হলেও তদন্তকারীরা আনুষ্ঠানিকভাবে কখনোই আমার কাছে উপস্থাপন করেননি’।

ফিনান্সিয়াল টাইমস তাদের শিরোনামে লিখেছে, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড। সংবাদমাধ্যম স্কাই নিউজ শিরোনাম করেছে, দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড। এছাড়া যুক্তরাজ্যের আরেক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে, সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত, দুই বছরের কারাদণ্ড।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে টিউলিপের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।