বদিউল আলম মজুমদার

সংসদ ভবনে এত বছর অসুন্দর লোকদের বসবাস ছিল

তিনি বলেন, নির্বাচনে এবার সবাইকে পাহারাদার হতে হবে। নাহলে ব্যর্থ হবো সবাই।

অনলাইন প্রতিবেদক
বক্তব্য রাখছেন ড. বদিউল আলম মজুমদার
বক্তব্য রাখছেন ড. বদিউল আলম মজুমদার |নয়া দিগন্ত

জাতীয় ঐকমত্য কমিশনের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক -এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গ্রাম থেকে লোকজন আসে সংসদ ভবনে, তারা এসে অবাক হয়ে যায়। বলে, ‘সংসদ ভবনে এত সুন্দর সুন্দর ভবন’। আমি বলি, এই সংসদ ভবনে এত বছর অসুন্দর লোকদের আনাগোনা ও বসবাস ছিল।

শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র মঞ্চ শীর্ষ সংগঠন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ২১-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী’ এক আলোচনা সভায় এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘৭১ মহান মুক্তিযুদ্ধ ছিনতাই হয়েছে, ৬৯ গণঅভ্যুত্থান, ৯০ স্বৈরাচারবিরোধী আন্দোলনে কোনো পরিবর্তন আসেনি। তবে ৯০ গণআন্দোলনের পর একটি ভালো নির্বাচন হয়েছিল। এবারে ২৪ কি ব্যর্থ হবে? তখন সবাই উচ্চস্বরে বলেন না। তখন তিনি বলেন, এবার সবাইকে পাহারাদার হতে হবে। নাহলে ব্যর্থ হবো সবাই।’