শিক্ষকদের ওপর হামলার নিন্দা ও দাবি মেনে নেয়ার আহ্বান পেশাজীবী মহিলা ফোরামের

‘পেশাজীবী মহিলা ফোরাম শিক্ষকদের ন্যায্য দাবি ও আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের পক্ষে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম
বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম |সংগৃহীত

বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ নানা দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম। একইসাথে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির সভানেত্রী প্রফেসর জোসনা ইদ্রিস এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছে যে, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এ ঘটনায় বহু শিক্ষক আহত হয়েছেন, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন।

শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান শক্তি। তাদের ওপর এমন বর্বর হামলা কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়, জাতির বিবেকের ওপরও আঘাত। পেশাজীবী মহিলা ফোরাম মনে করে, শান্তিপূর্ণ আন্দোলন নাগরিকের গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রীয় শক্তি দিয়ে তা দমন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের অবিলম্বে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। এছাড়া স্বল্প-বেতনে চাকুরিরত শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

একইসাথে ভবিষ্যতে শিক্ষক, শ্রমিক বা নাগরিক আন্দোলনের বিরুদ্ধে যেকোনো ধরনের বলপ্রয়োগ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করার দাবি জানাচ্ছি। পেশাজীবী মহিলা ফোরাম শিক্ষকদের ন্যায্য দাবি ও আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের পক্ষে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বিজ্ঞপ্তি