গাজীপুরে রাতের আঁধারে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৭ আগস্ট) জিএমপির গাছা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত আশিক চৌধুরী (৩২) ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে। তিনি গাজীপুরে একটি বাসায় ভাড়া থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে চাকরি করেন।
পুলিশ ও আহতের সহকর্মীরা জানায়, আশিক শনিবার রাত সোয়া ১১টার দিকে অটোরিকশাযোগে মহানগরীর বড়বাড়ী থেকে বোর্ড বাজার যাচ্ছিলেন। পথে গাছা সড়কের মাথায় পৌঁছালে আগে থেকেই যাত্রীবেশে অটোরিকশায় থাকা তিন ছিনতাইকারী আশিকের কাছ থেকে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি ও দা দিয়ে আশিককে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ছিনতাইকারীরা আশিকের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও দুটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চালকের সহায়তায় ভিকটিমকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আশিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গতকাল রাতে ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।