‘জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার করবে খেলাফত মজলিস। আগামীকাল শনিবার বেলা ১১টায় উত্তরার রাজলক্ষ্মী এলাকার ‘উত্তরা পার্টি সেন্টারে’ এই সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। প্রধান বক্তা থাকবেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।
উত্তরা জোনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করবেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।
এছাড়া সেমিনারে বিভিন্ন ইসলামিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী লোকজন ও সাংবাদিকরা উপস্থিত থাকবে।