বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
শনিবার সন্ধ্যায় রাশেদ প্রধান স্বাক্ষরিত অভিনন্দন বার্তা ও ফুল বিএনপি গুলশান কার্যালয়ে পৌঁছে দেন জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলুর নেতৃত্বে প্রতিনিধিদল।
অভিনন্দন বার্তায় রাশেদ প্রধান বলেন, ‘জনাব তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের চেতনাকে ধারণ করে তিনি দেশ, দেশের মানুষ, গণতন্ত্র এবং ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
অভিনন্দন বার্তায় জাগপা’র এ নেতা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আরো দৃঢ় অবস্থান গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।
সবশেষে, রাশেদ প্রধান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



