অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ঢাকাবাসীর অবস্থান কর্মসূচিতে পৌঁছান মেয়র ইশরাক হোসেন। পরে তিনি ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এ সময় আন্দোলনকারীদের প্রতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
এ সময় আদালতের রায় বাস্তবায়নের জোর দাবি জানানোর পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের যে দাবি সেটি চলমান থাকবে বলেও জানান ইশরাক হোসেন। বলেন, নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখে ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করা হলো।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিট আজ খারিজ করেছেন হাইকোর্ট।