মির্জা আব্বাস

হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত

হাদি আমার সন্তান সমতূল্য। তার গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত, যারা এই আঘাত করেছে; তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

অনলাইন প্রতিবেদক
বিক্ষোভপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বিক্ষোভপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সে আমার সন্তান সমতূল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত, যারা এই আঘাত করেছে; তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

আজ শনিবার বিএনপির নয়া পল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারো সক্রিয় পাবো, সেই প্রত্যাশা করি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নয়া পল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।