জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) করা রিটের রুল খারিজ করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
আজকের এই রায়ের ফলে জোট হয়ে নির্বাচন করলেও রাজনৈতিক দলকে তার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে জানান আইনজীবীরা।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রিটে পক্ষভুক্ত হয়ে রিটের বিরোধিতা করা এনসিপি’র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও আইনজীবী নাজমুস সাকিব।
এনডিএম মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। সে রিটের শুনানি শেষে রুল জারি করা হয়। একপর্যায়ে এই রিটে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও বাংলাদেশ কংগ্রেস পক্ষভুক্ত হয়। আজ রিটের রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।
সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে— এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়। সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
সূত্র : বাসস



