জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী পহেলা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি ছাড়াও আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই-অগাস্টের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী লীগ সরকারের শরীক ১৪ দলের বিচারের দাবি করেছে দলটি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি।’