মির্জা ফখরুল

বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার চক্রান্ত চলমান আছে

‘বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই।’

অনলাইন প্রতিবেদক
রাজধানীর একটি হোটেলে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল
রাজধানীর একটি হোটেলে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল |নয়া দিগন্ত

বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার চক্রান্ত চলমান আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার অসমাপ্ত কাজ বাস্তবায়নই হবে বিএনপির লক্ষ্য। বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার চক্রান্ত চলমান আছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অব বাংলাদেশ। এতে দেশের শীর্ষ ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ বিএনপি নেতারা অংশ নেন। বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিটের নিরবতার মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। তার রুহের মাগফিরাত কামনায় করা হয় কোরআন তিলাওয়াত ও দোয়া।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার ব্যবসাবান্ধব পরিকল্পনাই দেশের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করেছে। গত ১৭ বছরে দেশের অর্থনীতি ধ্বংসের খাদে পড়েছে।’