ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করবে।’
রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর সবুজবাড়ের মানিকদিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্র কর্তৃক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার বিধান থাকলেও স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্র কর্তৃক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি। কারণ স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে সেই বৃটিশদের তৈরি আইনে। এখনো বাংলাদেশের অধিকাংশ আইন বৃটিশদের তৈরি আইন। মানুষের তৈরি আইনে মানুষের কল্যাণ সাধিত হয় না, অধিকার নিশ্চিত হয় না, হবেও না। মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে রাষ্ট্র কর্তৃক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও সবুজবাগ পূর্ব থানা আমির রওশন জামানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও উত্তর থানা আমির নাসির উদ্দীন।
থানা সেক্রেটারি মো: ফায়জুর রহমানের পরিলনায় আরো উপস্থিত ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মিজানুর রহমান, ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা: রফিকুল ইসলাম রতন, সবুজবাগ পূর্ব থানার কর্মপরিষদ সদস্য আল আমিন শেখ, আবু তাসিন, মো: মোস্তফা, মাওলানা ইউসুফ হারুন সহ স্থানীয় দায়িত্বশীলরা।
অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাতজন বিশেষজ্ঞ ডাক্তার ৫ শতাধিক জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা -৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) কবির আহমেদ বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের দুর্নীতির কালো থাবায় স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্য রয়েছে। এই অবস্থায় যদি আবারো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান দল ক্ষমতায় বসে তবে পুরো দেশ ধ্বংস করে তারা ছাড়বে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে কখনো কোনো জাতির ভ্যাগ্যের উন্নয়ন ঘটে না, ঘটবেও না। দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য, আল্লাহভীরু, নৈতিক ও আদর্শিক নেতৃত্ব প্রয়োজন। যেই নেতৃত্ব রয়েছে জামায়াতে ইসলামীতে। জামায়াতে ইসলামীতে দুর্নীতি নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই।’
তিনি বলেন, ‘যেই দলে দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নাই সেই দলই পারবে জাতিকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে। তিনি উপস্থিত জনসাধারণকে জুলাই চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।



