সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার তিন নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান, জাফিয়া রহমান। এ সময় খালেদা জিয়ার পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার সকালে খালেদা জিয়ার কবর প্রাঙ্গনে আসেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
খালেদা জিয়ার মেঝ বোন সেলিনা ইসলাম এসেছেন তার স্বামী অধ্যাপক আমিনুল ইসলামকে নিয়ে। আমিনুল ইসলাম আসেন হুইল চেয়ারে বসে।
এছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের পরিবারের সদস্যরা এসেছেন। এসেছেন খালেদা জিয়ার গহকর্মী ফাতেমা বেগমও।
তারা শোকগ্রস্থ মনে কবরের সামনে দাঁড়িয়ে তারা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
নাতনি জাইমা দাদুর কবরের সামনে ফুলের তোড়া রেখে এবং নিরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন, পাশে ছিলেন জাহিয়া, জাফিয়াও।
এ সময় কবর প্রাঙ্গনে কুরআন তেলাওয়াত করছিলেন জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা।
খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কবরে জিয়ারতে আসায় নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়। নেতাকর্মীদের কাউকে ওই সময়ে কবরপ্রাঙ্গণে যেতে দেয়া হয়নি। তারা কবর প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়। এ সময়ে নেতাকর্মীদের ঢল নামে খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে।
গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন তাকে রাষ্ট্রীয় পূর্ণমর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।



