ঐক্য থাকলে সব সঙ্কট মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘সবাই একসাথে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাস বিলসহ জনজীবনের নানা সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া যাবে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন জরুরি।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এ শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, ‘আমাকে সারাদেশে যেতে হবে। সেই যাত্রায় আপনারাই হবেন আমার শক্তি।’
এ সময় দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি।



