পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংসের ষড়যন্ত্র চলছে : জাগপা

‘বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ করানো হচ্ছে।’

অনলাইন প্রতিবেদক
জাগপার মানববন্ধন
জাগপার মানববন্ধন |নয়া দিগন্ত

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান। এজন্য তিনি পার্শ্ববর্তী দেশকে দায়ী করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন’সহ সাত দফা দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুর রহমান খান বলেন, ‘বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ করানো হচ্ছে। বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য তারা যেকোনো মূল্যে খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চায়। কিন্তু দেশের তৌহিদী জনতা প্রস্তুত আছে, তাদের এমন খোয়াব পূরণ হবে না।’

তিনি বলেন, ‘দেশবাসী জানতে চায়, কাদের ইশারায়, কোন সংস্থাকে খুশি করার জন্য পার্বত্য অঞ্চলে এখনো পর্যাপ্ত সেনাক্যাম্প স্থাপন করা হচ্ছে না?’

‎‎জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের কতিপয় ভারতপন্থী সুশীলের কারণে জুলাইয়ের আইনি ভিত্তি চূড়ান্ত করা বাধাগ্রস্ত হচ্ছে। একইসাথে জুলাই সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার সাম্প্রতিক কর্মকাণ্ড সন্দেহজনক মনে হচ্ছে। অবিলম্বে জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সাথে বেঈমানি করা যাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন ষড়যন্ত্রকে রুখতে হবে। হিন্দুস্তানের সাথে শেখ হাসিনার সকল অসম চুক্তি বাতিল করতে হবে।’

জাগপার সাংগঠনিক সম্পাদক সাব্বির আলমের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।