দেশকে হাসিনার দাফন করা থেকে জীবিত করার জন্য খালেদা জিয়াকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (২৯ নভেম্বর) তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে বৃদ্ধা বয়সে কারাগারে পাঠানো হয়েছে, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই।’
‘এতে নানা চড়াইউৎরায় পেরিয়ে তিনি যে আমাদের মাঝে ফিরে এসেছেন এটাই আমাদের সৌভাগ্য। গতপরশু তিনি আবার অসুস্থ হয়েছেন, এটি নিয়ে আমাদের দুশ্চিন্তা কাজ করছিল। অতীতেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। আমার জানামতে এ নিয়ে তিনি সপ্তমবার মৃত্যুর মুখে পতিত হয়েছেন।’
তিনি বলেন, আজ আমাদের যে প্রচারণা তা ওনার দীর্ঘদিনের লড়াইয়ের অংশ। বাংলাদেশকে ফ্যাসিবাদী অবস্থা থেকে গণতন্ত্রের মুক্তির পথ তৈরি করতে ওনার পুরো জীবন ব্যয় করেছেন। আজকে ওনার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত হবে। আমরা এখানে কোনো বাঁশি বাজাব না, বিয়ের মতো বক্স বাজাব না। আপনারা ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘ভোট দেবো কিসে, ধানের শীষে’ এই স্লোগানগুলো দিতে পারেন।
ইশরাক আরো বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশনেতা তারেক রহমানের ওপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, জোর করে দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার মধ্যে যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষ ছিল তা আমরা দেখতে পেয়েছি। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে হাসিনার পলাতক নেতাকর্মীরা কুরুচিপূর্ণ মন্তব্য করছে। আজকে আমি ক্যান্ডিডেট না হলে আমার মুখের ভাষা আজ অন্যরকম হতো। খালেদা জিয়া একজন ব্যক্তি নয়, এই দেশকে খুনি হাসিনার দাফন করা থেকে জীবিত করার জন্য তাকে খুব প্রয়োজন। আপনাদের বলব, ধৈর্যের সাথে মোকাবেলা করুন। যারা খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। বাসস



