ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলসহ শাহবাগ অবরোধ করেছে, বিচার না হওয়া পর্যন্ত অবস্থান ও প্রয়োজনে রাত্রিযাপনের ঘোষণা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ |সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি, লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ধর’সহ নানা স্লোগান দেয়।

অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে।

প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তার।