সব রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক : সালাহউদ্দিন

ইনশা আল্লাহ, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় নির্বাচনী বৈতরণী সহজভাবে পার করতে পারব।

অনলাইন প্রতিবেদক
সাংবাদিকদের সাথে আলাপ করছেন সালাহউদ্দিন আহমদ
সাংবাদিকদের সাথে আলাপ করছেন সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর নানা দাবি থাকলেও তারা নির্বাচনী ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে অভিযোগ করতে পারে তারা। নির্বাচন কমিশন সেটি এড্রেস করবে।

সব রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে, তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক বলেও মনে করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, ইনশা আল্লাহ, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় নির্বাচনী বৈতরণী সহজভাবে পার করতে পারব।

সালাহউদ্দিন বলেন, বিএনপি থেকে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের ডেকে এনে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি আমরা। তারপরও অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আশা করি, এগুলো সমাধান হবে।