বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু ইমাম-খতিব নয়; উপযুক্ত তথ্য-প্রমাণ ও প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোনো নাগরিককে গ্রেফতার করা যায় না। কিন্তু আপনারা দেখেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট ইসলামবিদ্বেষী এবং আলেমবিদ্বেষী অবৈধ সরকার ছিল। তারা দাড়ি-টুপির বিরুদ্ধে ছিল। তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করতো।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইমাম-খতিব পরিষদের জাতীয় সম্মেলন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেটা বাতিল করা হবে, ইনশাআল্লাহ! মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন পুনর্বহাল করা হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মদিনার ইসলামে বিশ্বাস করি এবং আমরা বাংলাদেশে যত ফেরকা-ফেতনা আছে এগুলোর অবসান চাই। অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি সেটার প্রতি আপনারা মনোযোগ দেবেন।



