মামুনুল হক

নিজের প্রচারণা নয়, গণভোটে জন্য লিফলেট বিতরণ করি

মাওলানা মামুনুল হক বলেছেন, তিনি নিজ নির্বাচনের জন্য নয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য লিফলেট বিতরণ করেছেন। এ প্রসঙ্গে ইসির কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন।

বিশেষ সংবাদদাতা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক |নয়া দিগন্ত

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদে অপসাংবাদিকতা করা হয়েছে। আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি। নিজের নির্বাচনের জন্য কোনো প্রচারনা করিনি।’

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে লিখিত ব্যাখ্যা জমা দেন তিনি।