‘জেবু’কে নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য শিখেছে, বড়-ছোট সব প্রাণীর প্রতি মমতা শিখেছে, আর ভাষা এক না হলেও একে অন্যকে ভালোবাসা আর যত্ন নেয়ার সৌন্দর্য বুঝেছে। কারণ ভালোবাসা তো প্রজাতির সীমা মানে না।

নয়া দিগন্ত অনলাইন
জেবুকে কোলে নিয়ে মা-বাবার সাথে জাইমা রহমান
জেবুকে কোলে নিয়ে মা-বাবার সাথে জাইমা রহমান |ইন্টারনেট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি কিছুটা অবাক, আবার মজাও পাচ্ছি। ভাবছি, ও যদি বিষয়টা বুঝতে পারত!

তিনি বলেন, জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য শিখেছে, বড়-ছোট সব প্রাণীর প্রতি মমতা শিখেছে, আর ভাষা এক না হলেও একে অন্যকে ভালোবাসা আর যত্ন নেয়ার সৌন্দর্য বুঝেছে। কারণ ভালোবাসা তো প্রজাতির সীমা মানে না।

জাইমা রহমান পোষা বিড়াল ‘জেবু’কে নিয়ে আজ সোমবার সকালে ফেসবুকে আবেগঘন ও অসাধারণ এক মানবিক পোস্ট শেয়ার করেছেন।

তিনি বলেছেন, ‘যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক বেশি কিছু শিখে ফেলে।’

জাইমা বলেন, যেকোনো প্রাণীকে লালন-পালন করা মানেই একটা বড় দায়িত্ব নেয়া। কারণ, প্রাণীও একটা জীব, আল্লাহর সৃষ্টি। জেবুকে যখন প্রথম ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় এনেছিলাম, তখন ভাবিনি, সে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবে। এমনও হয়েছে, আমার আব্বু-আম্মু বাসায় ফিরে আগে জেবুর খবর নিয়েছেন, তারপর আমার! আম্মু যখন বাগান করতেন বা পাড়ায় হাঁটতে যেতেন, জেবু তার চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরত।

তিনি বলেন, সন্ধ্যায় আব্বুর অনলাইন মিটিংগুলো শেষ না হওয়া পর্যন্ত তার কোলে গুটিশুটি মেরে বসে থাকত, মাথায় হাত বুলানোর আদর উপভোগ করত। আর আমার ক্ষেত্রে, জেবু যেন সবসময় আমার মনের অবস্থা বুঝে ফেলত; তার ছোট্ট পা আর কোমল ছোঁয়া দিয়ে যেভাবে পারে সেভাবেই সঙ্গ দিত।

জেবুকে নিয়ে ফেসবুক পোস্টে তিনি আরো বলেছেন, যারা প্রাণী পোষেন, তারা জানেন, পোষা প্রাণী নিয়ে বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে একেবারে নতুন একটা দুনিয়ায় এসেছে। ওর ছোট্ট প্রাণটার জন্য এই পরিবর্তনটা অনেক বড় আর কষ্টের, যেটা আমরা পুরোপুরি বুঝতেও পারি না।

জাইমা রহমান বলেন, আমরা ছোটবেলা থেকেই পশু-পাখির সাথে বড় হয়েছি। আমি সত্যিই বিশ্বাস করি, যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক বেশি কিছু শিখে ফেলে, যা সে হয়তো কল্পনাও করেনি।

তিনি আরো বলেন, ‘জেবু সম্পর্কে একটা মজার তথ্য, ও কখনো ‘মিউ মিউ’ করে না! একদমই না। আলমারিতে আটকে গেলেও না। বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম করে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে গোঁ গোঁ করে। আর যেসব বিড়াল ওর পছন্দ না, তাদের দিকে কিন্তু বেশ জোরেই চিৎকার করে!’

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন। তার এই ফেরা এক মহাপ্রত্যাবর্তন! লাখ লাখ মানুষ তাকে হৃদয় নিংড়ানো ভালোবাসায় বরণ করে নেয়। বিপুল গণসংবর্ধনায় সিক্ত হন তারেক রহমান, যা এখন এক অনন্য 'ঐতিহাসিক ঘটনা'।

তারেক রহমানের সাথে ফিরেছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও। জাইমা ১৩ বছর বয়সে বাবার সাথে দেশ ছেড়েছিলেন।

এদিকে তারেক রহমানের স্বদেশে ফেরার খবরের পাশাপাশি আরেকটি আনন্দের খবরও ছিল- ঢাকায় পা রাখলো ‘জেবু’। এই সেই বিখ্যাত লোমশ বিড়াল, যার ছবি নেট দুনিয়ায় ভাইরাল।

জেবু মূলত ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় পোষা সাইবেরিয়ান বিড়াল।