বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী সোমবার (৫ জানুয়ারি) জিয়া উদ্যানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।
তিনি নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক। মানুষের মধ্যে গড়ে ওঠা ওই ঐক্য ধরে রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নোয়াননি। স্বৈরাচারের শত নিপীড়ন-নির্যাতন সত্ত্বেও তিনি তিনি বিদেশে যাননি।’
আলতাফ হোসেন চৌধুরী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের মানুষ আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে বিজয়ী করবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নেসারউদ্দিন, ড্যাব’র কেন্দ্রীয় নেতা ডা: সাইফুল ইসলাম আজম প্রমুখ।



