ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসির কার্যালয়ের সামনে অবস্থানের মাধ্যমে শেষ হয়।
রিটকারী ছাত্রী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে আবেদন করেন। হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয়ার পর আলী হোসেন নামে এক শিক্ষার্থী ফেসবুকে তাকে গণধর্ষণের হুমকি দেন।
বিক্ষোভ মিছিলে ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার’, ‘আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করো’, ‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’-সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রোকেয়া হলের আহ্বায়ক শ্রাবণী আক্তার বলেন, রাজনীতিতে এবং সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ কম হওয়ার পেছনে আমাদের ভাইয়েরা দায়ী। ডাকসুর মতো নির্বাচনে মাত্র ৩০ শতাংশ নারী অংশ নিচ্ছেন। আমাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
রিটকারী আলী হোসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’