ওসমান হাদি গুলিবিদ্ধ

গত নভেম্বর মাসে দেশী-বিদেশী ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি।

নিজস্ব প্রতিবেদক
শরিফ ওসমান হাদি
শরিফ ওসমান হাদি |ফাইল ছবি

গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন হাদি।

প্রাথমিকভাবে জানা গেছে, কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তবে এ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কারো বক্তব্য পাওয়া যায়নি। 

এর আগ, ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে ওসমান হাদি নিজেই জানিয়েছিলেন যে, তিনি হুমকির মুখে আছেন। জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

গত নভেম্বর মাসে দেশী-বিদেশী ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি।