সালাহউদ্দিন

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত হচ্ছে

রোববার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির গিয়ে সনাতনী হিন্দু নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

অনলাইন প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ |ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি যেটা লক্ষ্য করছি, বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য দেশে চক্রান্ত হচ্ছে। এমনকি স্ব-ধর্মের মধ্যেও এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। এ সবকিছুর সাথে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রশ্ন জড়িত।

রোববার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির গিয়ে সনাতনী হিন্দু নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সবসময় বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের সব ধর্মীয় উৎসব, পূজা পালনের জন্য সহযোগিতা করে আসছি। গত বছর সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সারা বাংলাদেশে দুর্গাপূজার সময় পাহারারত ছিল এবং সবাই সহযোগিতা করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এবারো এই বার্তাটা দিতে চাই, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যারা চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করতে সরকারের অবশ্যই উদ্যোগ আছে। রাজনৈতিক কর্মী হিসেবে আমরা নিজেরা এবং দলের সবাই এই শারদীয় দুর্গাপূজা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় এবং সম্প্রতি বজায় থাকে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব।