বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ওপর দলীয় অ্যাজেন্ডা চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না।
তিনি বলেন, ‘দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেলতে চাচ্ছেন, উদ্দেশ্যটা কী? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। যেমন আপনারা (আলোচনা সভায়) এখানে বসে নির্বাচনের জন্য সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসেছেন, আপনাদের নির্বাচন কমিশন আছে, আপনাদের প্রার্থী আছে, সরাসরি ভোট হবে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র কেন্দ্রীয় কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমি তাদেরও বলি, আসেন জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করে, আপনি আপনার অ্যাজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের অ্যাজেন্ডা নিয়ে যাব। জনগণ কাকে গ্রহণ করবে আমরা সেই অ্যাজেন্ডকে তাকে আমরা স্যালুট করব। কিন্তু কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের মতামতের ওপর আপনার দলীয় অ্যাজেন্ডা, গোষ্ঠীয় অ্যাজেন্ডা, কোনো দেশীয় অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অ্যাজেন্ডা চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন সেটি বাংলাদেশের মানুষ ইনআশাল্লাহ হতে দেবে না।’
তিনি বলেন, ‘আপনারা কী কেউ কখনো শুনেছেন যে ৫ আগস্টের আগে অথবা এই গত ১৬/১৭ বছরে আমরা কেউ সংখ্যানুপাতিক ভোট অর্থাৎ পিআর চাই? আপনারা শুনেন নাই, এই ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন-বলতে দোষ নাই। কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন- দিস ইজ দি বিউটি অব ডেমোক্রেসি এবং মতপ্রকাশের যে ভিন্নতা থাকবে সেটাই গণতন্ত্রের সৌন্দর্য, এর মধ্যে কোনো সমস্যা নাই।’