ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। দৈবচয়নের মাধ্যমে ১০ জন স্বাক্ষরদাতার তথ্য যাচাই করে ২ জনের তথ্য সঠিক পাওয়া যায়। তবে বাকি দু’জন ঢাকা-৯ আসনের ভোটার নন বলে নির্বাচন কমিশনের ডাটাবেজে উল্লেখ করা হয়েছে। যার কারণে বাতিল ঘোষণা হয়েছে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র। তবে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানান, তার মনোনয়নপত্র বা আবেদনপত্র আপাতত গৃহীত না হলেও এ সিদ্ধান্ত চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা হবে। আপিলের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দেয়ার নিয়ম রয়েছে। সে অনুযায়ী নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি অতিরিক্ত স্বাক্ষর জমা দেয়া হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন দৈবচয়নের মাধ্যমে ১০ জন স্বাক্ষরদাতার তথ্য যাচাই করে, যেখানে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায়। তবে দু’জনের ক্ষেত্রে দেখা যায়, তারা ঢাকা-৯ আসনের ভোটার নন বলে নির্বাচন কমিশনের ডাটাবেজে উল্লেখ করা হয়েছে।
তিনি আরো বলেন, ওই দু’জন স্বাক্ষরদাতাকেই খুঁজে পাওয়া গেছে এবং তাদের স্বাক্ষরের সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে। কিন্তু তারা নিজেদের অজান্তেই ঢাকা-৯ আসনের ভোটার নন- এ তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজে উঠে আসে।



