মাওলানা আবদুর রব ইউসুফী

এই মুহূর্তে গণভোটের দাবি আ’লীগ পুনর্বাসনে সাহায্য করবে

তিনি বলেন, দেশে স্থিতিশীল পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন মাওলানা আবদুর রব ইউসুফী
কথা বলছেন মাওলানা আবদুর রব ইউসুফী |সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, পিআর পদ্ধতি, সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে যারা গণভোটের দাবি করছে, তারা প্রকারান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে সহযোগিতা করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছে তারাই আজ পিআর, সংস্কার ও গণভোটের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশে স্থিতিশীল পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।

যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রিয়াজুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি চৌধুরী নাসির আহমদ, মাওলানা মাঈনুদ্দীন মানিক, মাওলানা বাইজিদ মাহমুদ, মাওলানা নাসির উদ্দিন আকন্দ, মুফতি তৌফিক কাসেমী,মুফতি ইউনুস, মাওলানা জাফর আহমদ, মাওলানা শাফায়াত হোসাইন প্রমুখ।