মায়ের ডাকের তুলি

আমরা আওয়ামী ফ‍্যাসিবাদ কায়েম হতে দেব না

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

অনলাইন প্রতিবেদক
মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি
মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি |নয়া দিগন্ত

গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বড় বোন ও মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, গুম-নিখোঁজ হয়ে যারা ফেরত আসেননি এবং জুলাই আরো যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার আমরা চাই এবং ইনশাল্লাহ যতদিন আমাদের শেষ রক্ত আছে ততদিন এই বিচার কায়েম করে ছাড়ব। বিচার না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে ইনশাআল্লাহ আমরা মৃত্যুবরণ করব না। ওরা (আওয়ামী লীগের পুলিশ) বলেছিল না- একটাকে মারি, একটাই মরে, বাকিরা যায় না। আমরা যাবো না, বাংলাদেশে কোনোদিন ফ্যাসিজম কায়েম হতে দেব না, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এ কথা বলেন।

তুলি বলেন, জুলাই অভ্যুত্থানকে আমরা আসলে বিপ্লব বলি না। আমরা যেই স্বজনদেরকে আয়নাঘরের সিক্রেট ডিটেনশন- সেলগুলোর মধ্যে হারিয়ে ফেলেছি। এখনো আমাদের মাঝে ফেরত আসেনি। তাদের এখনো খুঁজে পাইনি এবং আমরা জানি, তখন থেকেই শেখ হাসিনার কফিনে পেরেক মারা শুরু হয়েছে যখন এই ছোট ছোট শিশুরা, এই ভাবিরা, এই মায়েরা আমাদের সাথে একসাথে রাজপথে শুধু নিখোঁজ হয়ে যাওয়া, গুম করে দেয়া সন্তানদের ছবিগুলো বুকে ধারণ করেছিল। তাদের নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। আমাদের অনেক বাধা অতিক্রম করে আজকে এখানে আসতে হয়েছে। ২০১৩ সালের ৫ মে হেফাজতের আন্দোলনে যেই গণহত্যা হয়, বিগত সময় যত গুম-খুন হয় এবং লাস্টলি জুলাইতে আমাদের যত ছাত্র-জনতা-ভাই আমাদের কৃষক-মজুর-শ্রমিক যত ভাইদের আন্দোলন এবং সবার এই অবদানের এই আত্মত্যাগের ফলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি।

তিনি বলেন, শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা এবং আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের লোকজন, যাদের মদদে আয়নাঘরে আমাদের ভাইদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, নির্বিচারে টর্চার করা হয়েছে, এদের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ মরব না।