সুদানের আবেই এলাকায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ওই ঘটনায় ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া তিনজন নারী সেনাসদস্যসহ আরো আটজন আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দেয়া এক শোকবার্তায় তিনি বলেন, ‘জাতিসঙ্ঘের পতাকাতলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশী শান্তিরক্ষীরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
তারেক রহমান নিহত শান্তিরক্ষীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
শোকবার্তায় তারেক রহমান আরো বলেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কার্যকর ভূমিকা জরুরি বলে তিনি মনে করেন।
এদিকে, দলীয়ভাবেও পৃথক এক শোকবার্তায় সুদানের আবেই এলাকায় জাতিসঙ্ঘ ঘাঁটিতে সংঘটিত পৈশাচিক হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
বিএনপির শোকবার্তায় বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও তারা জীবনকে তুচ্ছ করে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানবতার অস্তিত্ব যেখানে ঝুঁকির মুখে পড়ে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে কর্তব্য পালন করেন—সুদানের এই ঘটনাই তার প্রমাণ।’
নিহত সেনাসদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনার পাশাপাশি হতাহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি। শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশে ও বিশ্বে শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখবেন—এমন আশাবাদও ব্যক্ত করেছে বিএনপি।
শোকবার্তাগুলোতে মহান আল্লাহর কাছে নিহতদের শহীদ হিসেবে কবুল করা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।



