এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎবিভ্রাট, কর্মকর্তাদের ‘কলিজা ছিঁড়ে ফেলার হুমকি’ সারজিসের

‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো। তাদের কলিজা কত বড় হইছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।’

নয়া দিগন্ত অনলাইন
নিজের বক্তব্যের সময় এই হুমকি দেন সারজিস আলম
নিজের বক্তব্যের সময় এই হুমকি দেন সারজিস আলম |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে বিদ্যুৎবিভ্রাট হওয়ায় বিদ্যুৎ কর্মকর্তাদের ‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎবিভ্রাট হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই হুমকি দেন।

সারজিস আলম বলেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পাবলিক লিমিটেড কোম্পানি) যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো- কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে।

কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সারজিস আলম বলেন, এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো। তাদের কলিজা কত বড় হইছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।