রিজভী

খালেদা জিয়া সাড়ে ৪ দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান

জাতি বেগম খালেদা জিয়ার অসীম জনপ্রিয়তা দেখেছে তার জানাজার নামাজে। দেশের ইতিহাসে এর চেয়ে বড় জানাজা আর হয়নি। দেশের আপামর জনগণ চোখের পানি ফেলেছে, তার জন্য দোয়া করেছে। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান।

আজ শনিবার রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়া গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণায় উদ্দীপ্ত করেছেন এবং জাগিয়েছেন। দেশের সকল রাজনীতিবিদের পথপ্রদর্শক হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।

তিনি বলেন, ‘কিভাবে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়। কী করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সঙ্কট, চাপ ও হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত তা বেগম খালেদা জিয়া দেখিয়েছেন।’

রিজভী অভিযোগ করেন, ‘বেগম খালেদা জিয়া হেঁটে কারাগারে গেলেও সেখান থেকে বের হয়েছেন মুমূর্ষু অবস্থায়। কেন তার এমন অবস্থা হলো, এ প্রশ্ন এখন গোটা জাতির। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কারাগারে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ঠিকমতো খাবার-দাবার দেয়নি। তাকে তিলে তিলে শেষ করে দেয়ার নানা চক্রান্ত হয়েছে।’

বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘জাতি বেগম খালেদা জিয়ার অসীম জনপ্রিয়তা দেখেছে তার জানাজার নামাজে। দেশের ইতিহাসে এর চেয়ে বড় জানাজা আর হয়নি। দেশের আপামর জনগণ চোখের পানি ফেলেছে, তার জন্য দোয়া করেছে। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করলেও কখনো প্রতিহিংসামূলক আচরণ বা কোনো বাজে আচরণ করেননি। দেশের সকল রাজনীতিবিদের কাছে এটি উদাহরণ হয়ে থাকবে।’

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু কখনো অন্যায়ের কাছে আপস করেননি। তার দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে জনগণ বিশ্বাস করে।’

বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, খালেদা জিয়ার আদর্শে বিএনপি আজ আরো শক্তিশালী। তার দেখানো পথ ধরে এগিয়ে গেলেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে পারব।

সূত্র : বাসস