আগামী বছরের এপ্রিল মাস বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আমাদের বরাবরই দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জনগণের প্রত্যাশাও তাই ছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, তা বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়।’
ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘এই সময়ে (এপ্রিল) প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রমজানের পরপরই এবং পাবলিক পরীক্ষা আছে। এই সময়টা খুব চিন্তা করে দেয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। এছাড়া নির্বাচনের প্রচারণা করতে হবে রমজান মাসে, এটা খুব ডিফিকাল্ট হবে। আমরা মনে করি, ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটা জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।’
বিএনপি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আজকের এই দিনটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত মহান দিন। এই দিনে ত্যাগের মাধ্যমে আমরা সত্যকে অন্বেষণ করি এবং মহান আল্লাহ তালার কাছাকাছি আমরা পৌঁছাতে চাই। এই দিন আমাদের সত্যিকার অর্থে ত্যাগ করতে শেখায়, আমাদের মানুষকে ভালোবাসতে শেখায় এবং আমাদের আরো মহৎ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেয়।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।