ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ গ্রেফতার ৯

তাদের বিরুদ্ধে ঠিক কোন অভিযোগ বা মামলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

নয়া দিগন্ত অনলাইন
ওবায়দুল কাদের ও তার ভাই শাহাদাত হোসেন
ওবায়দুল কাদের ও তার ভাই শাহাদাত হোসেন |সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ দলটির নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে ঠিক কোন অভিযোগ বা মামলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।