বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদটা হারিয়ে ফেলেছিলাম, এখন আমরা নতুন করে পেয়েছি ৫ আগস্টের পরে।’
আজ বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলে, তারা আজকের এই দিবসকে খাটো করতে চায়। ৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। আমি বলব, তারা যেন এই স্বাধীনতার দিনের ব্যাপারে নীরব থাকে, স্বাধীনতাকে সম্মান করে এবং সম্মান জানায়।
এসময় নেতাকর্মীরা দলীয় আদর্শের ভিত্তিতে কথা বলছেন বলেও তিনি উল্লেখ করেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে বলে মনে করেন বিএনপির এ নেতা। একইসাথে তিনি প্রত্যাশা করেন, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা তার ওপর বিশ্বাস রাখতে চাই। ডিসেম্বরেই নির্বাচন হবে।
এর আগে, স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।