বিএনপির কাছে মনোনয়ন চাইল মাতুয়া সম্প্রদায়

মির্জা ফখরুল মাতুয়া সম্প্রদায়ের চাওয়া মনোনয়নের বিষয়টি তারেক রহমানের কাছে বিবেচনা ও দৃষ্টি আকর্ষণ করেন।

অনলাইন প্রতিবেদক
মাতুয়া সম্প্রদায় আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলন
মাতুয়া সম্প্রদায় আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলন |নয়া দিগন্ত

হিন্দু প্রতিনিধি সম্মেলনের আলোচনা সভায় বিএনপির কাছে মনোনয়ন চেয়েছে মাতুয়া সম্প্রদায়।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এ সম্প্রদায়ের দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো : অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন, মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।

এছাড়াও, বিভিন্নভাবে কিছু মামলা চাপিয়ে দেয়া হয়েছে, সেগুলো প্রত্যাহারের দাবিও তুলেছেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘এ দাবিগুলো বাস্তবায়ন তখনই সম্ভব, যখন আমরা আমাদের নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারব।’

এ সময় এ সম্মেলনে অংশ নেয়া ব্যক্তিদের কাছ ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতি আদায় করে মির্জা ফখরুল স্লোগান দিয়ে বলেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’ উপস্থিতি সবাই এ স্লোগান দেন।

মির্জা ফখরুল মাতুয়া সম্প্রদায়ের চাওয়া মনোনয়নের বিষয়টি তারেক রহমানের কাছে বিবেচনা ও দৃষ্টি আকর্ষণ করেন।