জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই চার আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না এবং অন্য আসনগুলোতেও জমিয়তের কোনো প্রার্থী থাকবে না।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সাথে এক বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
যেসব আসন জমিয়তকে ছেড়ে দেয়া হয়েছে, সেগুলো হলো-
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)। এখানে প্রার্থী হবেন জমিয়তের সভাপতি মাওলানা মো: উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। এখানে প্রার্থী হবেন জমিয়তের মহাসচিব মাওলানা মো: মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)। এখানে প্রার্থী হবেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা)। এখানে প্রার্থী হবেন দলটির যুগ্ম মহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী।



