অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে: ড. হেলাল উদ্দিন
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে: ড. হেলাল উদ্দিন |নয়া দিগন্ত

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে’ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শুক্রবার (১৭ অক্টোবর) শাহবাগ পূর্ব থানার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘অতীতে কোনো সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি। মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি স্বাস্থ্য সেবা। কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা তো রাষ্ট্র নিশ্চিত করেনি বরং স্বাস্থ্যখাতকে সরকার দলীয় লোকজন ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে যেই দল যখন ক্ষমতায় বসেছে ওই দলের দুর্নীতি-লুটপাটের কারণে মানুষ নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার মসনদে না বসলেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৫৪ বছর সংগ্রাম চালিয়ে আসছে। শুধু সংগ্রাম করেই জামায়াতে ইসলামী থেমে যায়নি। জামায়াত সমাজ সংস্কার ও সমাজ সেবা মূলক ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যেখানেই দুর্যোগ-দুর্দিন, সেখানেই জামায়াত সবার আগে ছুটে যায়। মানুষের প্রয়োজনেই জামায়াতের রাজনীতি।’

তিনি আরো বলেন, ‘শোষিত-বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত, বেকারত্ব দূরীকরণে যুবসমাজের জন্য কর্মমূখী প্রশিক্ষণ, যুকবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্জে হাসানা (সুদবিহীন ঋণ), শিক্ষা সহায়তা, বন্যা-নদী ভাঙ্গনে ক্ষমিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে ইসলামী। অন্যদের মতো রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেনি, করবে না। জামায়াত মানবতার কল্যাণে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আগামীতেও করবে।‘

ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা হবে। বিদ্যুৎ-গ্যাস উৎপাদন বৃদ্ধি করে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে কেউ খাম্বা চুরি করবে না, বিধবা ভাতার কার্ডের জন্য অসহায় বিধবা কোনো বোন থেকে হাজার টাকা ঘুষ নেবে না, গরিবের জন্য বরাদ্দকৃত চাল-গম চুরি করবে না, ফুটপাত দখল দেবে না, রিকশা-ভ্যান-সিএনজি স্ট্যান্ড দখল করে চাঁদা তুলবে না, ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদাবাজি করবে না, একজন প্রবাসীর সারা জীবনের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় বাড়ি নির্মাণ করতে গেলে কেউ চাঁদা চাইবে না, দ্ররিদ্র-অসহায় মানুষের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত ওষুধ কালোবাজারে বিক্রি হবে না। প্রত্যেক নাগরিকের প্রাপ্য ন্যায্য অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। বৈষম্যহীন একটি সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।’

সেই নতুন বাংলাদেশ বির্নিমাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঢাকা-৮ সংসদীয় এলাকার স্থানীয়দের এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: নুরুন্নবী রায়হানের পরিচালনায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টর ফোরামের সহ-সভাপতি ডা. মো: তোফাজ্জল হোসেন, সেগুনবাগিচা সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠু, মহানগরী পেশাজীবি নেতা সরদার আব্দুল কাদের, পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো: ওবায়ল্লাহ, স্বাস্থ্য বিভাগের নির্বাহী কর্মকর্তা মো: আবুল খায়ের, শাহবাগ পূর্ব থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খানসহ অন্য নেতারা। অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়।